গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সহকারী পরিচালকের কার্যালয়
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স
যশোর।
www.fireservice.jessore.gov.bd
সেবাপ্রদান প্রতিশ্রুতি (Citizen Charter)
সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, যশোর এর কার্যালয়:
২. প্রতিশ্রুতি সেবাসমূহ:
২.১ নাগরিক সেবা:
ক্রঃ নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়েজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন ও ইমেইল) |
1 |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
1. |
অগ্নিনির্বাপণ, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা |
যে কোন মাধ্যমে সংবাদ প্রাপ্তির পর অকুস্থলে গমন ও অগ্নি নির্বাপন/উদ্ধার/প্রাথমিক চিকিৎসা প্রদান ও হাসপাতালে প্রেরণ |
প্রযোজ্য নয় |
প্রযোজ্য নয়; |
সংবাদ প্রাপ্তির থেকে কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত |
অকুস্থলের নিকটস্থ ফায়ার স্টেশন অথবা বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ, খুলনা ফোন: 02477700333-7 মোবাইল: 01733062209 ই-মেইল:khulnafirecontrol@gmail.com |
2. |
অ্যাম্বুলেন্স সেবা: |
১। ফায়ার সাভিস কর্তৃক অগ্নিনির্বাপণ ও উদ্ধারকালীন সময় ভিকটিম হাসপাতালে প্রেরণ। ২। জনসাধারণের পক্ষ হতে যেকোন মাধ্যমে সংবাদ প্রাপ্তির পর অকুস্থলে গমন এবং রোগী বহন করে হাসপাতাল অথবা গন্তব্যস্থলে প্রেরণ, (বি:দ্র: মৃত দেহ এবং সংক্রামক রোগী বহন করা হয় না)। |
১। প্রযোজ্য নয় ২। রোগী স্থানান্তরের ক্ষেত্রে রোগী বৃত্তান্ত দিতে হবে যার ফর্ম সংশ্লিষ্ট সেবা কেন্দ্র/ফায়ার স্টেশনে পাওয়া যাবে; |
ক) দুর্ঘটনায় আহতদের পরিবহন-বিনামূল্যে। খ) রোগী পরিবহনের ক্ষেত্রে- নন-এসি আ্যাম্বুলেন্স এর জন্য: ১. দেশের সকল এলাকায় ৮কিলোমিটার পর্যন্ত প্রতি কল ৩০০/- টাকা। ২. ৮ কিলোমিটার হতে ১৬ কিলোমিটার পর্যন্ত প্রতি কল ৫০০/-টাকা। ৩. ১৬ কিলোমিটারের উর্ধ্বে অতিরিক্ত প্রতি কিলোমিটারের জন্য ১৫/- টাকা হারে যোগ হবে। ৪. রোগী পরিবহনকালে অবস্থান অপরিহার্য হলে প্রতিঘণ্টা বা তার অংশের জন্য ওয়েটিং ফি ৫০/- টাকা। ৫. প্রতিটি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ৬০০/- টাকা। গ) রোগী পরিবহনের ক্ষেত্রে- এসি আ্যাম্বুলেন্স এর জন্য: ১. দেশের সকল এলাকায় ৮কিলোমিটার পর্যন্ত প্রতিকল ৫০০/- টাকা। ২. ৮ কিলোমিটার হতে ১৬ কিলোমিটার পর্যন্ত প্রতিকল ১,০০০/-টাকা। ৩. ১৬ কিলোমিটারের উর্ধ্বে অতিরিক্ত প্রতি কিলোমিটারের জন্য ২০/- টাকা হারে যোগ হবে। ৪. রোগী পরিবহনকালে অবস্থান অপরিহার্য হলে প্রতিঘণ্টা বা তার অংশের জন্য ওয়েটিং ফি ৫০/- টাকা। ৫. প্রতিটি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ৬০০/- টাকা। |
তাৎক্ষনিক; |
মোঃ মামুনুর রশিদ,পিএফএম সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোর। ফোনঃ ০২৪৭৭৭৬১৩৩০ মোবাঃ ০১৯০১-০২০১৩৪ ই-মেইল: adjsr@fireservice.gov.bd
|
ক্রঃনং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়েজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন ও ইমেইল) |
1 |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
3. |
ওয়্যারহাউজ/ ওয়ার্কশপ লাইসেন্স প্রদান; |
আবেদন ও প্রযোজনীয় কাগজপত্র, পরিদর্শন প্রতিবেদন সন্তোষজনক হলে; |
কাগজপত্র: ১. নির্ধারিত ফরমে আবেদন; ২. তথ্য ফরম; ৩. নকশা (ফ্লোর প্ল্যান); ৪. জমির দলিল/ভাড়ার চুক্তিপত্র; ৫. জমির মূল্যায়ন; ৬. ট্রেড লাইসেন্স; ৭. মেমোরেন্ডাম অব আর্টিকেলস; প্রাপ্তিস্থান: ১. সহকারী পরিচালকের দপ্তর, যশোর ২. অধিদপ্তরের ওয়েবসাইট, |
নির্ধারিত/ধার্যকৃত ফিস অনলাইন (এ-চালান) চালানের মাধমে জমাকরণ। সর্বোচ্চ মাশুল ১,৫০০ টাকা কোড নং১৬১০৩০৩১৩২৭৫২ তে অনলাইন চালানের মাধ্যমে জমা প্রদান করে মূল চালান ও ভ্যাট কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে; |
৯০ দিন |
মোঃ মামুনুর রশিদ,পিএফএম সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোর। ফোনঃ ০২৪৭৭৭৬১৩৩০ মোবাঃ ০১৯০১-০২০১৩৪ ই-মেইল: adjsr@fireservice.gov.bd |
4. |
ফায়ার রিপোর্ট প্রদান (বিশ লক্ষ এক টাকা হতে পঁয়ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতির ক্ষেত্রে); |
ক্ষতিগ্রন্থ ব্যক্তি/প্রতিষ্ঠান কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিত আবেদন করার পর তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ফায়ার রিপোর্ট প্রদান; |
কাগজপত্র: ১. আবেদনপত্র (সাদা কাগজ), ২. তথ্য ফরম, ৩. জমির দলিল/চুক্তি পত্র; ৪. ট্রেড লাইসেন্স: ৫. জিডির কপি; ৬. ক্ষতিগ্রস্থ মালামালের মূল্যসহ তালিকা; ৭. ক্ষতিগ্রন্থ মালামালের স্থিরচিত্র; ৮. পেপার কাটিং: ৯. চালান ও ভ্যাটের মূল কপি।
|
ক) বীমাকৃত প্রতিষ্ঠানের ফায়ার রিপোর্ট গ্রহণের ক্ষেত্রে: তদন্ত প্রতিবেদনের আলোকে নিরুপিত ক্ষয়ক্ষতির ০.১% এবং ন্যূনতম ৫,০০০/- টাকা। খ) বীমা ব্যাতিত ক্ষেত্রে: ১,০০০/-টাকা। (ট্রেজারি চালানের মাধ্যমে জমাকৃত নূন্যতম ফি ৫,০০০/-টাকা জমার পর নিরুপিত ক্ষয়ক্ষতির ০.১% হারে (ন্যূনতম ফি বাদে) অবশিষ্ট ফি জমা সাপেক্ষে ফায়ার রিপোর্ট গ্রহণ করতে হবে) গ) অগ্নিকান্ডের পুন:তদন্তের আবেদন করার জন্য ইতোমধ্যে নিরুপিত ক্ষয়ক্ষতির ০.১% হারে ফি জমা সাপেক্ষে আবেদন করতে হবে। বীমাবিহীন এবং বীমাকৃত প্রতিষ্ঠান (অটোমেশন চালান সিস্টেম-16103-1422327, অগ্নিনির্বাপণ সেবা ফি) এর অনুকূলে জমা প্রদান করে মূল চালান ও ভ্যাটের কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে |
পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে; |
মোঃ মামুনুর রশিদ,পিএফএম সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোর। ফোনঃ ০২৪৭৭৭৬১৩৩০ মোবাঃ ০১৯০১-০২০১৩৪ ই-মেইল: adjsr@fireservice.gov.bd
|
আপনার কাছে আমাদের প্রত্যাশা:
ক্রঃ নং |
প্রতিশ্রুতি/ কাঙ্খিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয়: |
1. |
নির্ধারিত ফরমে সম্পূর্নভাবে আবেদন জমা প্রদান। |
2. |
সঠিক মাধ্যমে প্রয়োজনীয় ফিস পরিশোধ করা। |
3. |
সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা। |
4. |
আবেদনপত্রের সাথে সকল প্রকার সংযুক্তি সঠিকভাবে প্রদান। |
5. |
সকল প্রকার দুর্ঘটনা/সাহায্য প্রাপ্তির ক্ষেত্রে সঠিক তথ্য প্রদান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদস্যদের সার্বিক সহযোগিতা প্রদান। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS